[caption id="attachment_43641" align="aligncenter" width="725"]
মিয়ানমার সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মিন আং লাইং, ছবি: সংগৃহীত[/caption]
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের নিপীড়ন, নির্বিচারে হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ মিন আং লাইংসহ চার শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞার অংশ হিসেবে এসব সামরিক কর্মকর্তা, এমনকি তাদের পরিবারের সদস্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনও করতে পারবেন না।
আরো পড়ুন : বিএসটিআই অনুমোদিত ১১ কোম্পানির পাস্তুরিত দুধে সীসা
আরো পড়ুন : টেকনাফে বন্দুকযুদ্ধে নারীসহ ৩ মাদক কারবারী নিহত
মঙ্গলবার (১৭ জুলাই) নিষেধাজ্ঞা আরোপের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিবৃতিতে বলেন, মানবাধিকার লঙ্ঘন এবং রোহিঙ্গা নিপীড়নের জন্য যারা অভিযুক্ত, তাদের বিচারের আওতায় আনেনি মিয়ানমার। এটা উদ্বিগ্নের বিষয়। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী সারাদেশেই মানবাধিকার লঙ্ঘন করছে বলে আমাদের কাছে তথ্য আছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত