
সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তের হাতে আবুল কালাম বুলবুল (৩৮) নামে এক ব্যাক্তি খুন হয়েছে। তিনি দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) খবর পেয়ে দুপুরে ছাতক থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে ছাতক থানায় মামলা দায়ের করেছেন।
আরো পড়ুন : চলতি মাসেই নবম ওয়েজবোর্ড, আগামী অধিবেশনেই গণমাধ্যম আইন পাশ
আরো পড়ুন : মামলা তুলে নিতে সহকারি শিক্ষিকাকে হুমকি প্রধান শিক্ষকের
বুধবার মধ্যরাতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বুলবুল সেখানে স্থানীয় শাহ আরেফিন বাজারে একটি পাথর ভাঙার ক্রাশার মিলে কাজ করতেন। রাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে খুন করে স্থানীয় ইছামতি নদীর আধা কিলোমিটার দক্ষিণে নামা দারোগাখালী গ্রামের পূর্বাংশে দুটি বাড়ির মধ্যবর্তী স্থানে হাত-পা বাধা অবস্থায় ফেলে দিয়ে যায়।