খাগড়াছড়িতে গৃহবধুর লাশ উদ্ধার

খাগড়াছড়িতে গৃহবধুর লাশ উদ্ধার

খাগড়াছড়ি জেলা শহরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে রোজিনা বেগম (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোজিনা পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকার বাসিন্দা আ: রশিদের মেয়ে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে খবর পেয়ে তালাবদ্ধ কক্ষ থেকে এ গৃহবধুর লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক রয়েছে রোজিনার স্বামী মনির হোসেন।

আরো পড়ুন: ‘ইসকনকে নিষিদ্ধ না করলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে’

স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আড়াই বছর পূর্বের সম্পর্ক করে বিয়ে হয় তাদের। গত বুধবার রাতে টমটম জমা দিয়ে রাতের কোন এক সময় মনির হোসেন তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো: আফসার বলেন, প্রাথমিকবস্থায় ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে বলেও জানান তিনি।

নিহত রোজিনার মা শিরিনা বেগম জানান, প্রেমের সম্পর্ক করে বিয়ে হলেও তাদের মধ্যে কলহ লেগেই ছিল। গত দুই দিন ধরে মেয়ের সাথে যোগাযোগ হয়নি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মেয়ের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।