অবৈধ স্থাপনা উচ্ছেদে কাউকে পরোয়া করবে না পৌরসভা

কক্সবাজার : কক্সবাজার শহরকে জলাবদ্ধমুক্ত করার দাবিতে সেভ দ্যা নেচার বাংলাদেশের কক্সবাজার জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, কক্সবাজার শহরকে জলাবদ্ধতামুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাউকে পরোয়া করবে না পৌরসভা। অবৈধ দখলদাররা যতই প্রভাবশালী হোক কাউকে ছাড় দেয়া হবে না। আগামী এক মাসের মধ্যে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে কক্সবাজার পৌরসভা চত্বরে মেয়র মাহবুবুর রহমান চৌধুরী আরও বলেন, ‘শহরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পৌরসভা সব প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা প্রশাসক আমাদের উদ্যোগে সম্মতি জানিয়েছেন। আগামী বৃহস্পতিবার থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।’

তিনি বলেন, ‘দখল করে গড়ে তোলা সব স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা উচ্ছেদে কাউকে আমরা পরোয়া করবো না। এই উচ্ছেদ অভিযান চালাতে আমরা সবার সহযোগিতা চাই। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর কক্সবাজার রেখে যেতে যা যা করার আমরা সব করব। ওয়ার্ডভিত্তিক কার্যক্রম চালিয়ে কক্সবাজার শহরকে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা হবে। আমি আশা করি এই কার্যক্রমের ফলে অচিরেই কক্সবাজার শহর একটি জলাবদ্ধতা ও দুর্গন্ধমুক্ত শহরে পরিণত হবে।’

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে সেভ দ্যা নেচার অব বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অবৈধ দখলদারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। এদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এ জন্য কক্সবাজার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দখলদারদের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।’

তিনি আরও বলেন, পৌরসভার দখল উচ্ছেদ অভিযানে সেভ দ্য নেচারের কর্মীরা সহযোগী হিসেবে কাজ করবেন।

এতে সভাপতিত্ব করেন সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শাহদাত হোসাইন। মানববন্ধনের নেতৃবৃন্দের দাবির সপক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র মাহবুবুর রহমান, কক্সবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাংবাদিক শামসুল হক শারেক, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সভাপতি আব্দুল আলিম নোবেল, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক বাবু, জেলা সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন আবু, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব রানা শর্মা, মোস্তাজাবুর রহমান, মোহাম্মদ হানিফ চৌধুরী, অন্তর দে বিশাল, বিপ্লব মুন্না, মোহাম্মদ ফারুক, লিটন রেজারিও, মোহাম্মদ সায়েম, ইশতিয়াক নূর, আব্দুর রহমান, রবিন চক্রবর্তী, রাসেল আহমেদ, মোহাম্মদ রাসেল, সাইদুল করিম, মাহবুবুল আলম, মো. মহিউদ্দিন, পলাশ দে, তপু বড়ুয়া, রফিকুল ইসলাম, মোহাম্মদ নোমান, উৎপল বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন