 
     [caption id="attachment_44029" align="aligncenter" width="684"]
[caption id="attachment_44029" align="aligncenter" width="684"] মোঃ মনির আহাম্মদ[/caption]
 মোঃ মনির আহাম্মদ[/caption]
চট্টগ্রাম: বন্দর নগরীর খুলশী থানাধীন টাইগারপাস এলাকায় অভিযান পরিচালনা করে ১টি বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ এক আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
শনিবার (২০ জুলাই) রাত সাড়ে এগারো টায় চট্টগ্রাম গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ইলিয়াছ খাঁনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে টাইগারপাস এলাকায় অভিযান চালিয়ে বন্দুক ও কার্তুজসহ মনিরকে গ্রেফতার কর্ হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মনির আহাম্মদ (৩৬) ফটিকছড়ি থানার আহাম্মদ হোসেন প্রকাশ আসাদ হোসেনের পুত্র। সে বর্তমানে বন্দর থানার সল্টঘোলা ক্রসিং এলাকায় বসবাস করতেন।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রাম শহরে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্রসস্ত্র নিয়া ডাকাতি/ছিনতাইসহ বিভিন্ন অপরাধজনক কাজে সে লিপ্ত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত