[caption id="attachment_44215" align="aligncenter" width="684"]
মেয়রের সাথে কক্সবাজার ইয়োগা এসোসিয়েশনের সাক্ষাৎ[/caption]
কক্সবাজার জেলা ইয়োগা এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা ইয়োগা এসোসিয়েশন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় অভিজাত হোটেল লং বীচে শক্তির সহযোগিতায় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা মেয়র পুত্র হাসান মেহেদী রহমান, জেলা ইয়োগা এসোসিয়েশন সাধারণ সম্পাদক ও শক্তি কক্সবাজারের কর্ণধার উজ্জল সেন, ইয়োগা সংগঠক আরিফুল ইসলাম, মো: গিয়াস উদ্দিন ও জেলা ইয়োগা এসোসিয়েশন প্রশিক্ষক মো: ছিদ্দিকুল ইসলাম।
সাক্ষাৎকালে জেলা ইয়োগা দলের খেলোয়াড়রা সাথে ছিলেন। মেয়র ইয়োগাকে জেলায় জনপ্রিয় করে তুলতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত