দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা চসিকের

চট্টগ্রাম: অবকাঠামোগত উন্নয়ন ও আয়বর্ধক প্রকল্পের অধীনে দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে মেয়র আ জ ম নাছির উদ্দীনের দপ্তরে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, কোম্পানি সচিব নাসির উদ্দিন আহমদ চৌধুরী, ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট ইশিতা আলম লাবণী, সিনিয়র আরবান অফিসার ক্রিস্টফার পাবলু চসিক প্রস্তাবিত এসব সম্ভাব্য প্রকল্পের বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বিএমডিএফ’র মাধ্যমে বাস্তবায়নযোগ্য প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত করার বিষয়টি বৈঠকে অবহিত করা হয়।

মেয়র বলেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়নে প্রধান সহযোগী সংস্থা।করপোরেশন এলাকায় ভবন নির্মাণ, রাস্তা প্রশস্তকরণ, অফিস কাম কমিউনিটি সেন্টার, কাঁচাবাজার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বহুমুখী আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক বিএমডিএফ’র মাধ্যমে সহযোগিতায় এগিয়ে এলে চট্টগ্রামবাসী বিশ্বব্যাংকের অবদানকে স্মরণে রাখবে।

বৈঠকে ওয়ার্ড কাউন্সিলর এইচএম সোহেল, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, মুনিরুল হুদা প্রমুখ।

শেয়ার করুন