কোস্ট গার্ডের অভিযান : নাফ নদীতে ৭লাখ ইয়াবাসহ ট্রলার জব্দ

কোস্ট গার্ডের অভিযানে নাফ নদীতে ৭লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার : টেকনাফের নাফ নদী থেকে ৭ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এসময় পাচার কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে দাবী করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন হায়াত ইবনে সিদ্দিক।

তিনি জানান, শুক্রবার (২৬ জুলাই) মধ্যরাতে টেকনাফ সিজি স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা স্থল বন্দর সংলগ্ন জইল্যার দ্বীপ এলাকায় নাফ নদীতে নিয়মিত টহল কালীন সময়ে সন্দেহজনক একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারকে ধাওয়া করে।

আরো পড়ুন : জনতার মুখোমুখি চসিক মেয়র
আরো পড়ুন : জেলা প্রশাসকসহ ৩ কর্মকর্তা পেলেন জাতীয় শুদ্ধাচার পুরষ্কার

কোস্ট গার্ডের ধাওয়ার মূখে কিছু দূর গিয়ে ট্রলারটি উল্টে যায়। এসময় ট্রলারে অবস্থানরত আরোহীরা সাঁতরিয়ে পার্শ্ববর্তী প্যারাবনের দিকে পালিয়ে গেলে তাদেরকে আটক কর সম্ভব হয়নি।

পরবর্তীতে পানিতে ভাসমান অবস্থা থেকে কয়েকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতর থেকে ৭ লাখ পিচ আমদানী নিষিদ্ধ ইয়াবা বড়িসহ ট্রলারটি জব্দ করা হয়েছে।

উক্ত কর্মকর্তা আরো জানান, উদ্ধারকৃত মাদক ও ট্রলারটি কোস্ট গার্ড হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়াশেষে মাদক ও ট্রলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়