চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটর সাইকেল চোর দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো - রাসেল (২৩), রফিকুল ইসলাম (৩৬), সাহাবউদ্দিন ওরফে সাবু (৩৮) ও জাহাঙ্গীর আলম ওরফে শিমুল (২৮)।
আরো পড়ুন : ডেঙ্গুর কার্যকর ওষুধ ছিটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো পড়ুন : চীনে ভয়াবহ ভূমিধসে ৩৬জন নিহত
পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান বলেন, শুক্রবার ও শনিবার নগরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরির ঘটনায় বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। পরে চুরি রোধে আমরা বিশেষ অভিযান দল গঠন করে অভিযান চালিয়ে ওই চোর দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়।
তাদের তথ্যের ভিত্তিতে চারটি মোটরসাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করি। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত