ফটিকছড়িতে হাইচ-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত-৩

চট্টগ্রাম : ফটিকছড়ি সড়ক দুর্ঘটনায় আবুল হাশেম নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ৩ জন। নিহত আবুল হাসেম উপজেলার পশ্চিম সুয়াবিল এলাকার মৃত আব্দুস সাত্তারের পুত্র। আহতরা হলেন, সুন্দর পুরের রুদ্র দাশ বয়স ৬, শিপ্লি দাশ ৪০, হাটহাজারী এনায়েতপুরের নুর নাহার ৪৫।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগাম-খাগড়াছড়ি সড়কের জুবলী স্কুল সংলগ্ন এলাকায় হাইস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : কক্সবাজারের কোটিপতি কালা খোরশেদ গ্রেফতার
আরো পড়ুন : বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যু সীতাকুণ্ডে

জানা যায়, নাজিরহাটগামী হাইচ চট্টমেট্রো- চ-১১-৩৩৫০ ফটিকছড়ি গামী সিএনজি চট্টগ্রাম-থ- ১৩-৫৯৭৩ -কে অতিক্রম করার সময় সজোরে আঘাত করলে সিএনজি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে পরে যায়।

আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত আবুল হাশেম নাজিরহাট এলাকায় চায়ের দোকান করতেন বলে জানা গেছে। নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মো: শফিকুর রহমান বলেন, ঘটনাস্থল হতে হাইচ ও সিএনজি নিয়ে আসা হয়েছে।