দুই দিনের রিমান্ডে চট্টগ্রামের আ. লীগ নেতা মাসুম

সুদীপ্ত হত্যা মামলায়

চট্টগ্রাম : মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৫ আগষ্ট) মহানগর হাকিম আবু সালেম মো. নোমান এই আদেশ দিয়েছেন বলে জানান নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ।

আরো পড়ুন : প্রিয়াঙ্কার ফার্স্ট লুক ফাঁস
আরো পড়ুন : ডেঙ্গুতে এবার প্রাণ হারালেন আবহাওয়াবিদের স্ত্রী

তিনি বলেন, দিদারুল আলম মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। আদালতে মাসুমের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানিশেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একইসাথে স্বাস্থ্য পরীক্ষার পর তাকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

এর আগে রোববার রাতে রাজধানীর বনানী থেকে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। মাসুমকে আদালতে নেওয়ার সময় সেখানে হাজির হন তার অনুসারী কয়েকশ নেতাকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

শেয়ার করুন