চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

চট্টগ্রামে দেড় হাজার ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

চট্টগ্রাম : নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ঢাকায় পাচার করার সময় একটি ট্রাক থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ দুজন পাচারকারিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে ট্রাকটি। গ্রেফতার ট্রাক চালকের নাম আবু নাঈম (২১) এবং তার সহকারী মো. সোহাগ (২১)।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকালের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন : রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শিরীণ আখতার
আরো পড়ুন : চট্টগ্রামে এডিসের বিরুদ্ধে ‘যুদ্ধ’ বৃহস্পতিবার

গোয়েন্দা পুলিশের এএসআই সন্তু শর্মা জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার রামপুরা নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় ট্রাকটিকে সংকেত দেওয়া হয়। এসময় গ্রেপ্তারকৃত সোহাগ নিজেকে ঢাকা ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করে। পাশাপাশি ট্রাকটির মালিক মাল নিয়ে সোমবার ঢাকা থেকে পটিয়ায় এসেছেন বলে জানান। আমাদের সন্দেহ হওয়ায় ট্রাকটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে রাখা এক হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মালামাল আনা নেয়ার পাশাপাশি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকার রামপুরা এলাকায় প্রতি পিচ ৩০০ টাকায় বিক্রি করে।

শেয়ার করুন