ভুয়া ট্রাফিক পুলিশ আটক চট্টগ্রামে

চট্টগ্রামে ভুয়া ট্রাফিক পুলিশ আটক

চট্টগ্রাম : ট্রাফিক পুলিশ পরিচয়ে গরুবোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়কালে এক ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। আটক ব্যাক্তি আকবরশাহ থানার ফিরোজশাহ এলাকার আবদুল করিমের ছেলে মো. জয় (১৯)। এসময় পালিয়ে গেছে তার দলের অন্য বেশ কয়েক জন সদস্য। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ আগষ্ট) ২নং গেইট শেখ ফরিদ মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন : ভর্তি জালিয়াতি: ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার
আরো পড়ুন : বায়েজিদে ৮ ছিনতাইকারী আটক

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার হারুন-উর-রশিদ হাযারী বলেন, ২নং গেইট শেখ ফরিদ মার্কেট এলাকায় গরুর ট্রাক হতে ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় মোঃ জয়(১৯) নামের এক ভুয়া ট্রাফিক পুলিশকে আটক করা হয়েছে। তিনি বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি জানায়, তার দলে আরো বেশ কয়েকজন রয়েছে। পরস্পর যোগসাজসে তারা চাঁদাবাজী করে। অজ্ঞাতনামা চাঁদাবাজদের গ্রেফতারের নিমিত্তে অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন