অটোটেম্পু শ্রমিকলীগের ৫দফা দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

অটো রিক্শা-অটোটেম্পো শ্রমিকলীগের ৫দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন। ছবি এমএ হান্নান কাজল।

চট্টগ্রাম : মেট্টো আরটিসি অনুমোদিত ১নং রুটসহ সকল অটোটেম্পো রুটে পারমিট বিহীন হিউম্যান হলার চলাচল বন্ধসহ ৫ দফা দাবীতে মানববন্ধন এবং সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে অটো রিক্শা অটো টেম্পো শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ৫ দফা দাবী বাস্তাবায়নের লক্ষ্যে লাল পতাকা হাতে মানব বন্ধন করা হয়।

একই দিনে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মাননীয় পুলিশ কমিশনার (সিএমপি), উপ পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) চট্টগ্রামের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৭ইং এর নীতিমালা অনুযায়ী অটোরিকশার দৈনিক মালিকের জমা ৯০০ টাকার পরিবর্তে ৬০০টাকা পূর্নবহাল। ভূঁয়া নিয়োগপত্র দ্বারা রুট পারমিট নবায়ন বন্ধ। স্বল্প শিক্ষিত দক্ষ অটোরিকশা-অটোটেম্পো চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান। নগরীর প্রবেশমুখ কাপ্তাই রাস্তার মাথা, নতুন ব্রীজ, মইজ্যার টেক ও অক্সিজেন এলাকায় জেলার বিভিন্ন স্থান থেকে আগত চট্টগ্রাম জেলা নম্বরের অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বক মাসিক ষ্ট্রীকারের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

বক্তারা আরো বলেন, ২০০৭ এর অটোরিক্সার নীতিমালার আলোকে অটোরিকশআ-অটোটেম্পোর জন্য পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা এবং পার্কিং ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত নো পার্কিং ও প্রতিবন্ধকতার সৃষ্টির নামে মামলা ও গাড়ী আটক (টু) বন্ধ করা সহ ৫ দফা দাবীতে আমরা আজকে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করেছি।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দিন দাবীগুলোর প্রতি সমর্থন জানিয়ে উক্ত ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন। পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার অর্থ ও প্রশাসন মাসদুল হাসান দাবীগুলো মনোযোগ সহকারে শুনেন এবং দাবীগুলো পূরণের আশাবাদ ব্যক্ত করেন। উক্ত স্মারকলিপি প্রদানের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য ৫ দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নেতৃবৃন্দগণ আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছে সভাপতিত্বে সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সহ সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি বাবু উজ্জ্বল বিশ্বাস, সহ সভাপতি আবদুল হক, ১নং রুট অটো টেম্পো চালক মালিক সংগ্রাম পরিষদ আহবায়ক মোজাম্মেল আলী নেওয়াজ, যুগ্ম আহবায়ক দিলীপ সরকার, অটো রিক্সা শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান, মো: বেলাল, মো: রাশেদ, মো: মহসিন, আবদুল হালিম আদু, মো: সোহেল, রফিকুল ইসলাম, মোটর চালক লীগ চাঁন্দগাও থানার সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক মো: হোসেন, অটো টেম্পো চালক মালিক সংগ্রাম পরিষদ নেতা ইসমত পাশা চৌধুরী, সুমন মিয়া, বাবু তুষার সেন, মো: বেলাল, মো: হারুন, মো: মোরশেদ, মো: ইকবাল, মো: জামাল, মো: মোতালেব, শ্রমিক নেতা আবদুস সালাম, মো: আরশাদ আলী, মো: বশর প্রমুখ।

শেয়ার করুন