ডেঙ্গু থেকে রেহাই পেতে সচেনতার বিকল্প নেই : আফছারুল আমীন

সরাইপাড়ায় ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে ডেঙ্গু নাশক ঔষধ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্য রাখছেন ডা: আফসারুল আমীন এম.পি।

চট্টগ্রাম : ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন ঔষধ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ।

বুধবার (৭ আগষ্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: আফসারুল আমীন এম.পি। তিনি বলেন, মশা থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। এক্ষেত্রে সকলকে একযোগে কাজ করতে হবে। এতে নিজে সুরক্ষিত থাকা যাবে এবং অন্যকেও সুরক্ষিত রাখা যাবে। ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতাই ডেঙ্গু থেকে মুক্তি সম্ভব।

আরো পড়ুন : কোরবানির পশুর ঘাটতি নেই চট্টগ্রামে
আরো পড়ুন : সীতাকুণ্ডের প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক নুরুল আমিন, ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ছাবের আহমদ সওদাগর, শওকত আলী, লুৎফুল হক খুশী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীসহ ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী।

শেয়ার করুন