সাধন কুটি থেকে দুইজন গ্রেফতার করা হলেও ছায়ানীড় ভবনের জঙ্গী আস্তানায় ‘আত্মঘাতী বিস্ফোণে’ নারীসহ ৩ জঙ্গি নিহত হয়েছেন।

চট্টগ্রাম : সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়’ ভবনে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের মুখে ‘আত্মঘাতী বিস্ফোরণে’ নারীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিট ঢাকার অতিরিক্ত উপ কমিশনার আব্দুল মান্নান।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৬টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘অপারেশন অ্যাসল্ট সিক্সটিন’ নামের ওই অভিযান শুরু করে। অভিযান শুরুর পরপরই বাড়ির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা যায়।
এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর দুই সদস্য আহত হন। তাদের অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
তবে অভিযানের পর পর বাড়ি থেকে ১৮ জন নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, অভিযানে সোয়াত, র্যাব, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশ রয়েছে।
এর আগে সীতাকুণ্ডে দুটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এর মধ্যে বুধবার বিকেল ৩টার সময় সীতাকুণ্ড পৌর সভার পশ্চিম আমিরাবাদ এলাকার সাধন কুটির নামে একটি দু’তলা ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ দুই জনকে আটক করে পুলিশ।
সাধন কুঠিরে অভিযান শেষে পুলিশ জানায়, এ ভবনের একটি কক্ষ থেকে সুইসাইডাল ভেস্ট (বেল্ট), ৩টি হ্যান্ড গ্রেনেড, একটি পিস্তল, ১২টি বুলেট, এক হাজার ইলেকট্রিক সার্কিট ও বিপুল পরিমাণ ইসলামী বই উদ্ধার করা হয়েছে।