
চট্টগ্রাম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে হালিশহর আওয়ামী লীগের আয়োজনে শোক র্যালী বের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নগরীর ফইল্যাতলী বাজার থেকে র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ কার্য্যলয়ে এসে শেষ হয়।
আরো পড়ুন : মিরসরাই রূপসী ঝর্নায় পড়ে নিহত পর্যটকের মরদেহ উদ্ধার
আরা পড়ুন : সিটি মেয়রের নেতৃত্বে নাগরিক শোকযাত্রা চট্টগ্রামে
র্যালীতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগ সহসভাপতি ও সাবেক গণশিক্ষামন্ত্রী ডাঃ মোঃ আফছারুল আমীন এম,পি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও মরহুম খলিলুর রহমান স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইসমাল হোসেন, সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ স্হানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন পেশাজীবী সংগঠন ও নানা শ্রেনীর মানুষ।
র্যালীশেষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ কার্য্যালয়ে ১৫ আ্গস্টের হত্যাকান্ডে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকলের রুহের মাগফিরাত ও দোয়া মুনাজাত করা হয়।