[caption id="attachment_45520" align="aligncenter" width="720"]
মিরসরাইয়ে নাহার ফিড মিল পরিদর্শনে ইউএই রাষ্ট্রদূত[/caption]
মিরসরাই : দেশের বৃহত্তর পোলট্রি ও ডেইরী শিল্প প্রতিষ্ঠান নাহার এগ্রো গ্রুপের ‘নাহার ফিড মিল’ পরিদর্শন করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত সাইয়েদ মুহাম্মদ আল মেহেরির।
শুক্রবার (১৬ আগষ্ট) দুপুরে মিরসরাই উপজেলার সোনাপাহাড়ে অবস্থিত ফিড মিল পরিদর্শনের পূর্বে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাকিবুর রহমান টুটুলের সাথে বাংলাদেশের পোলট্রি, ডেইরী, মৎস্য শিল্পের সম্ভাবনাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন ইউএই রাষ্ট্রদূত। এসময় পোলট্রি, ডেইরী, দুগ্ধজাত শিল্প প্রক্রিয়াজাত করে আগামীতে দুবাইতে নেয়া যায় সে ব্যাপারে আলোচনা করেন।
আরো পড়ুন : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে
আরো পড়ুন : প্রধানমন্ত্রীকে বিয়ের দাওয়াত দিলেন সাব্বির
তিনি নাহার এগ্রো গ্রুপ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন। প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের বিষয়ে তাকে অবহিত করেন এমডি রাকিবুর রহমান টুটুল। এসময় নাহার এগ্রো গ্রুপের পরিচালক তানজীব জাওয়াদ রহমান জিএম (প্রোডাকশন) মনোজ কুমার চৌহান, আতিকুর রহমান সহ কোম্পানীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএই রাষ্ট্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত