
চট্টগ্রাম : পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক চা-দোকানি আটক করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাতে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মো.সোহেল (১৮) হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
আরো পড়ুন : বয়স ৬ বছর পূর্ণ হলেই পাবে স্মার্টকার্ড
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জানিয়েছেন, চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় ভরাপুকুর পাড় নামক এলাকায় মোঃ সোহেলের একটি চায়ের দোকান রয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে দোকানে আসা ৫ বছরের এক শিশুকে নিজের বাসায় নিয়ে যায় সোহেল। নিজের ভাড়া বাসায় তাকে ধর্ষণ করে সোহেল।
আরো পড়ুন : ল্যান্ডফোন থেকে ল্যান্ডফোনে যত খুশি কল ১৫০ টাকায়
শনিবার সন্ধ্যার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে শিশুর জবানবন্দির ভিত্তিতে দোকান থেকে সোহেলকে আটক করে।