[caption id="attachment_45730" align="alignleft" width="720"]
.[/caption]
চট্টগ্রাম : নগর গোয়েন্দা পুলিশের সাথে এক পেয়ারা বিক্রেতার দাম-দ্বন্দ্বে জড়িয়ে ডিবি পুলিশের এক সদস্য পিটিয়েছেন ওই পেয়ারা বিক্রেতাকে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এঅবস্থায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ডিবি পুলিশের পিটুনিতে ওই পেয়ারা বিক্রেতা মারা গেছে। এমন গুজব ছড়িয়ে পরলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় কর্ণফুলি উপজেলার মইজ্জারটেক মোড়। এসময় শাহ আমানত সেতুর দুই দিকে যান চালাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পরে দক্ষিণ চট্টগ্রামের হাজার হাজার যাত্রী। পুলিশের টিয়ার সেলের আঘাতে জনপ্রতিনিধি, পুলিশ এবং সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়।
আরো পড়ুন : পঁয়তাল্লিশ দিনে ৫দফা বাড়ল স্বর্ণের দাম
আরো পড়ুন : ট্রাক-বাইক সংঘর্ষে শ্যালক দুলাভাই নিহত পটিয়ায়
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টা দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত ডিবি পুলিশের এএসআইকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সাথে তাকে আটক করে পুলিশ। পরিস্থিতি শান্ত হলে রাত সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জ্যারটেক এলাকায় পেয়ারা বিক্রেতার সাথে এক গোয়েন্দা পুলিশ সদস্য কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এসময় ওই পেয়ারা বিক্রেতা অসুস্থ হয়ে পরে। তাকে হাসপাতালে নেয়ার পর এলাকায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে।
আহত পেয়ারা বিক্রেতা মোহাম্মদ আলীকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী) জাহিদুল ইসলাম বলেন, মইজ্জ্যারটেক এলাকায় একটি অভিযান শেষে ফেরার পথে গোয়েন্দা পুলিশের একটি দলের সদস্য এএসআই জাহিদুল কবীর মইজ্জ্যারটেক মোড়ে পেয়ারা কিনতে যান।
“এসময় পেয়ারা বিক্রেতা মোহাম্মদ আলীর মাথে তার কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে ওই পেয়ারা বিক্রেতা অসুস্থ হয়ে পড়েন। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।" ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠলে আহত পেয়ারা বিক্রেতা আলীকে মইজ্জ্যারটেক পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। তখন ওই এলাকায় জড়ো হওয়া লোকজনের মধ্যে পেয়ারা বিক্রেতা আলী 'মারা গেছে' বলে গুজব ছড়িয়ে পড়ে।
পুলিশ সদস্যের শাস্তি দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। তখন পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
খবর পেয়ে সেখানে যান উপজেলার নারী ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, সংলগ্ন চরলক্ষ্যা ইউনিয়নের চেয়ারম্যান মো. আলী ও শিকলবাহা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল করিম। টেলিফোনে আহত পেয়ারা বিক্রেতা আলীর সঙ্গে স্থানীয়দের কথা বলিয়ে দিয়েও পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা।
কিন্তু এরপরও অবরোধ চলতে থাকে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে অবরোধকারীরা। এক পর্যায়ে তারা চার-পাঁচটি গাড়ির কাচও ভাংচুর করে। তখন পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে।
রাত ৯টার দিকে চিকিৎসা শেষে আলীকে ঘটনাস্থলে আনার পর তাকে দেখে অবরোধকারীরা শান্ত হয়। এরপর রাত ১০টায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, “হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পেয়ারা বিক্রেতা আলী ফিরলে সবার উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় তাকে দেয়া হয়। নগর পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা, বন্দর) এস এম মোস্তাইন হোসাইন বলেন, এই ঘটনায় জড়িত এএসআইর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত