
বান্দরবানের লামা উপজেলার লামার মুখ এলাকার মাতামহুরী নদীর তীর থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার সময় ভেসে আসা মহিলার লাশটি উদ্ধার করা হয়।
মৃত মহিলা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি নামক ইউনিউনের পানিস্যাবিল নামক গ্রামের মৃত নজির আহম্মদের স্ত্রী ছাহেরা খাতুন (৬০)।
এ ব্যাপারে লামা থানার ওসি তদন্ত আমিনুল হক জানান, মহিলাটি কয়েকদিন আগে আলিকদম বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে আজকে বেলা সাড়ে ১১টায় মাতামহুরী নদীর তীরে লাশটি পাওয়া যায়। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত