অনলাইন পত্রিকা বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছে ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব) তাসবিরুল আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সিএমএম আদালতে মামলা (৪১২/১৭) দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদক শাহেদ এরশাদকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর.কম ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে মানহানি, অসত্য ও মনগড়া তথ্য দিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে অনলাইন পত্রিকাটিকে আইনি নোটিশ দিয়ে এর ব্যাখ্যাও চাওয়া হয় ইউনাইটেড এয়ারওয়েজ-এর পক্ষ থেকে। পরবর্তীতে ব্যাখ্যা না দেওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজবিরুল আহমেদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।