বাংলানিউজের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

অনলাইন পত্রিকা বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছে ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব) তাসবিরুল আহমেদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সিএমএম আদালতে মামলা (৪১২/১৭) দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে গুলশান থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় বার্তা সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদক শাহেদ এরশাদকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বাংলানিউজটোয়েন্টিফোর.কম ইউনাইটেড এয়ারওয়েজের বিরুদ্ধে মানহানি, অসত্য ও মনগড়া তথ্য দিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করেছে। এর প্রেক্ষিতে অনলাইন পত্রিকাটিকে আইনি নোটিশ দিয়ে এর ব্যাখ্যাও চাওয়া হয় ইউনাইটেড এয়ারওয়েজ-এর পক্ষ থেকে। পরবর্তীতে ব্যাখ্যা না দেওয়ায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাজবিরুল আহমেদ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন