জন্মাষ্টমীর শোভযাত্রা নাইক্ষ্যংছড়িতে

নাইক্ষ্যংছড়িতে জন্মাষ্টমীর শোভযাত্রা

নাইক্ষ্যংছড়ি : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মদিন। জন্মাষ্টমী উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা করেছে সর্বজনীন হরি মন্দির পরিচালনা কমিটি।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টায় শোভযাত্রা র‍্যালীটি (শুক্রবার) উপজেলার সর্বজনীন হরি মন্দির প্রাঙ্গণ থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরি মন্দির উপসানালয়ে মিলিত হয়।

আরো পড়ুন : রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা খুন টেকনাফে
আরো পড়ুন : গবেষকদের দাবি আগেই জানা যাবে মৃত্যুর সম্ভাব্যতা

শোভাযাত্রায় অংশ নেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ, নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, ডা: রনঞ্জ চৌধুরী,উপজেলা শ্রমিক নেতা মতি লাল সুত্র ধর, বিশিষ্ট ব্যবসায়ীক কৃষন্ন কুমার দাস, সুজন দাস প্রমূখ।

উল্লেখ্য, এই প্রথম অনাঙ্খাকিত ঘটনা এড়াতে জন্মাষ্টমীর শোভাযাত্রার ট্রাকে উচ্চ শব্দের স্পীকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আচমকা কাউকে শোভাযাত্রায় প্রবেশ করতে দেয়া হয়নি। এ ছাড়া মুখে রং মেখে অনাঙ্খাকিতভাবে কেউ যাতে শোভাযাত্রায় ঢুকে পড়তে না পারে সেই দিকে নজরদারিতে ছিল গোয়েন্দারা এবং আশপাশের এলাকার ওপর নজর রাখা হয়েছিল।