ঢাকা : একের পর এক জঙ্গি হামলা ও সপ্তাহজুড়ে দেশব্যাপী শতাধিক জঙ্গি গ্রেফতারে দেশের কারাগারগুলো ঝুঁকিতে রয়েছে। সর্বশেষ রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র্যাব কার্যালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহতের পর দেশের সব বিমানবন্দর এবং কারাগারগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) দুপুর থেকে এ সতর্কতা জারি করা হয়। বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশনা জারি থাকবে।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিমানবন্দরের হাজী ক্যাম্পের পাশে নির্মাণাধীন র্যাবের কার্যালয়ে বোমা হামলায় এক আত্মঘাতী নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
এদিকে দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইজি প্রিজনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান। তিনি বলেন-সর্বশেষ শুক্রবার (১৭ মার্চ) নির্মাণাধীন র্যাব সদর দফতরে বোমা বিস্ফোরণের ঘটনার পর এ সতর্কতা জারি করা হয়।
আইজি প্রিজনের মিডিয়া উপদেষ্টা মশিউর রহমান সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে জঙ্গি সংশ্লিষ্টতা এবং জঙ্গি হামলায় জড়িতরা অবস্থান করছেন। এমন অবস্থায় কারাগারগুলোতে হামলার আশংকা করা হচ্ছে।
এ কারণে দেশের সব কারাগারের নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত