
চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজারের ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি আনোয়ার উপজেলার জাকের হোসেন চৌধুরীর ছেলে মো. মুরাদ হোসেন(২২)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) তাকে আটক করা হয়।
আরো পড়ুন : সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষিকা সোমাও মৃত্যুর কাছে হেরে গেলেন
আরো পড়ুন : ভিডিওকাণ্ডে জামালপুরের সেই জেলা প্রশাসক ওএসডি
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পনর শ ইয়াবাসহ মো. মুরাদ হোসেন নামের ওই যুবককে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়ে।