সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে : ডা. শাহাদাত

১ সেপ্টেম্বর বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি'র প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ডা. শাহাদাত হোসেন।
১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম : মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে নির্লজ্জভাবে ভোট চুরি করে ক্ষমতা দখল করে আছে বর্তমান সরকার। তারা প্রশাসন ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দিনের ভোট রাতে নিয়েছে। প্রশাসনকে অনৈতিক কাজে ব্যবহার করে তারা এখন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। জামালপুরের ডিসি ও বরিশালের এমপির অনৈতিক কর্মকান্ড তারাই বহি:প্রকাশ। তাই বর্তমান সরকার ক্ষমতায় থাকার নৈতিকতা হারিয়েছে।

আরো পড়ুন : চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে ২১ পদে নিয়োগ

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

ডা. শাহাদাত আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির র‌্যালী ও সমাবেশকে সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান।

আরো পড়ুন : অনিবন্ধিত ঔষধ বিক্রি, ৪ ফার্মেসীকে জরিমানা

এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির সিঃ সহ সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, নাজিমুর রহমান, আশরাফ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন রাজু, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, আবদুল মান্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, জাহাঙ্গির আলম দুলাল, শাহেদ বক্স, সামশুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সামশুল আলম (ডক), মো. সালাহ উদ্দিন, এস এম জাহাঙ্গির আলম প্রমুখ।

শেয়ার করুন