জাহাজ ভাঙ্গায় পরিবেশ নষ্ট, দুদকের অভিযানে জরিমানা

অভিযানে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হকসহ দুদক চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ।
অভিযানে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হকসহ দুদক চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ।

সীতাকুণ্ড : সমুদ্র উপকুলে চারটি জাহাজভাঙা কারখানায় অভিযান চালিয়ে দুটি জাহাজভাঙা কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ সেপ্টেম্বর দুপুর ১টায় উপজেলার শীতলপুরে সাগরিকা শিপব্রেকিং ইয়ার্ড, ম্যাক, এইচ স্টিল ও আরেফিন শিপব্রেকিং ইয়ার্ডে অভিযান চালায় দুদক। এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল হক, দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক হুমায়ুন কবির বিস্ফোরক অধিদপ্তরের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন, কলকারখানা অধিদপ্তরের সহকারি মহা পরিদর্শক ডা. বিশ্বজিত রায়, সীতাকুণ্ড মডেল থানার এসআই টিবলু মজুমদার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক নয়াবাংলাকে বলেন দুদকসহ আমরা চারটি শিপইয়ার্ডে অভিযান পরিচালনা করি। এসময় পরিবেশগত ব্যবস্থাপনার ত্রুটির জন্য সাগরিকা শিপইয়ার্ডকে ১০ হাজার টাকা ও আরেফিন শিপইয়ার্ডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।