

চট্টগ্রাম : স্কুল ছাত্র জাকির হোসেন সানি খুনের ঘটনায় ওমরগনি এমইএস কলেজের দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ফয়সাল আলম ও মো. সাব্বির ওই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে ফয়সাল বুধবার (২৮ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে জবানবন্দি দেন বলে জানিয়েছেন খুলশী থানার ওসি প্রণব চৌধুরী।
ওসি বলেন, মামলার এজাহারে না থাকলেও যে ভবনের নিচে সানির উপর হামলা হয়েছে সেখানকার ভিডিও ফুটেজে তার ছবি দেখা গেছে। মঙ্গলবার রাতে টাইগার পাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালতে দেওয়া জবানবন্দিতে ফয়সাল বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছে জানিয়ে ওসি বলেন, “ফয়সালের দেওয়া জবানবন্দির ভিত্তিতে বুধবার বিকালে আগ্রাবাদ এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত: নগরীর জাকির হোসেন রোডে ওমরগনি এম ই এস কলেজের বিপরীতে একটি ভবনের নিচে সোমবার দুপুরে সানিকে (১৮) ছুরিকাঘাতে হত্যা করে কয়েকজন যুবক।
মঙ্গলবার দুপুরে সানির বোন মাহমুদা আক্তার বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। মামলায় সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তূষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০) নামে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।












