অস্ত্র ও মাদকসহ ছিনতাইকারী আটক চট্টগ্রামে

অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারী আটক
অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারী মোঃ হাসান আটক

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার স্টারশীপ গলির মুখে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ মোঃ হাসান (২৬) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০১ পিচ ইয়াবা ও কার্তুজসহ একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে বায়েজিদ থানার উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ নাসিম অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০১ পিচ ইয়াবা ও কার্তুজসহ একনলা বন্দুক উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন