মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ক্যাম্পের চিকিৎসক
ডা. সুরেন্দ্র লাল সরকারের পরলোকগমন

ডা. সুরেন্দ্র লাল সরকার

চট্টগ্রাম : বাশঁখালী কোকদন্ডী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী, মুক্তিযুদ্ধে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ক্যাম্পের চিকিৎসক ডা. সুরেন্দ্র লাল সরকার বৃহস্পতিবার (১৬ মার্চ ) বেলা ১টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

ডা. সুরেন্দ্র লাল সরকার ৫ ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তাঁর শেষ কৃত্যে বাশঁখালীর কোকদন্ডী- গুনাগরী উত্তর পল্লী গীতা সংঘসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ডা. সুরেন্দ্র লাল সরকারের বিদেহী আত্মার সদগতি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন