
চট্টগ্রাম : কক্সবাজার থেকে রাঙামাটি পিকনিকে যাওয়ার বাসে তল্লাশি চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। জব্দ করা হয়েছে ইয়াবা বহনে ব্যবহৃত বাসটিও। আটকরা বাসচালক মো. রহিম (২৯) ও চালকের সহকারী মো. রফিক (২৮)।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আরো পড়ুন : কাশ্মীরে ‘খোঁজ নেই’ ঊর্মিলা মাতন্ডকরের শ্বশুর-শাশুড়ির
আরো পড়ুন : হাঁসের সঙ্গে খেলতে খেলতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
আটক মো. রহিম কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া এলাকার নবী হোসেনের ছেলে এবং মো. রফিক টেকনাফের কে কে পাড়ার মো. আফজালের ছেলে বলে।
র্যাবের হাতে জব্দ হওয়া বাস ও ইয়াবা বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পু্লিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে বলেন, সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়েছে।