আওয়ামী লীগ সভাপতি না বলায় হট্টগোল বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে

বোয়ালখালীতে বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে নেতা-কর্মীদের হট্টগোল। ছবি সংগৃহীত

চট্টগ্রাম : বোয়ালখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের নাম ঘোষণার সময় উপস্থাপক ভুলক্রমে ‘উপজেলা আওয়ামী লীগ নেতা’ উল্লেখ করায় হট্টগোল করেছে উত্তেজিত কর্মীরা। এ সময় উপস্থিত শতাধিক শিশু-কিশোরদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা জেলা প্রশাসন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিনের নাম ঘোষণার পরপরই তিনি ক্ষিপ্ত হয়ে সভাস্থল ত্যাগ করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল মঞ্চে উপস্থিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কর্মীরা জানিয়েছেন, বোয়ালখালীতে আওয়ামী লীগের দুটি ধারা বিদ্যমান। দুই পক্ষের দুজন সভাপতি। নুরুল আমিনের নাম ঘোষণার সময় উপস্থাপক তার পদবী ‘সভাপতি’ উল্লেখ না করে উপজেলা আওয়ামী লীগ নেতা বলা হয়।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ অনুসারী হিসেবে পরিচিতদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে তারা উপজেলা মিলনায়তন থেকে বের হয়ে বাইরে অবস্থান নেন। এরপর পুলিশের সক্রিয় ভূমিকায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই তড়িঘড়ি করে অনুষ্ঠান শেষ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে এবং উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি, কৃষি কর্মকর্তা আবু জাফর মো. মঈনউদ্দিন, শিক্ষা কর্মকর্তা মো. ইউনুচ, মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম জিন্নাত সুলতানা, উপজেলা প্রকৌশলী সুজিত কান্তি মজুমদার, ওসি তদন্ত মাহবুবুল আলম আকন্দ প্রমুখ।

পরে নুরুল আমিন সাংবাদিকদের জানান, উপস্থাপক আমাকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি না বলে ‘উপজেলা আওয়ামী লীগ নেতা’ বলেছেন। এটির প্রতিবাদ করেছেন আমার অনুসারীরা। পরে উপস্থাপক দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন