মানুষের অধিকার না থাকলে সে উন্নয়ন অর্থহীন : জাফরুল্লাহ

জাফরুল্লাহ-ফাইল ছবি

দেশের মানুষের অধিকার না থাকলে যত উন্নয়নই হোক না কেন সে উন্নয়ন অর্থহীন মন্তব্য করে ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাইছেন এটা নিঃসন্দেহে ভালো। তবে সবাইকেই তা করতে হবে। কিন্তু কিছুদিন আগে তিনি বিলেতে গিয়ে ডাক্তার দেখাইছেন সেখানে কত টাকা খরচ করেছেন তা প্রকাশ না করা সত্যকে প্রকাশ না করা সমতুল্য।

শুক্রবার (৩০আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ফিউচার অফ বাংলাদেশ আয়োজিত মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, ফিউচার অফ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক শওকত আজিজ, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ।

শেয়ার করুন