
চট্টগ্রাম : জসিম-আরজিনা দম্পতির ৬ মাস বয়সের ছেলের নাম মোসলেন। নিষ্পাপ অপলক চাহনি। হাসি-কান্নায় একাকার। দুনিয়াজুড়ে ঝড়-জলোচ্ছ্বাসে তোলপাড় ঢেউ আছড়ে পড়ছে। ভাংছে একুল-ওকুল। তাতে কিছুই যায় আসে না মোসলেনের। তার না জন্মেছে লোভ, না লালসা। কিন্তু তার গর্ভধারিনী মা-বাবা যে অন্ধকারের অতল গভীরে হারিয়ে গেছে। যে কারণে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের হাতে আটক তার মা-বাবা। ফলে মোসলেনের ঠাঁই হয়েছে সীতাকুণ্ড মডেল থানার এক নারী পুলিশের কোলে। ক’দিন ধরে মাতৃস্নেহেই রয়েছে মোসলেন। আইনী প্রক্রিয়াশেষেই হাবে মোসলেনের ভাগ্য নির্ধারণ। ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানালেন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান।
বুধবার (১৫ মার্চ) উপজেলার ৭নং ওয়ার্ডের আমিরাবাদ গ্রামে সাধন কুটিরে জঙ্গি আস্তানা থেকে আটক করা হয় মো. জসিম উদ্দিন (২৪) ও তার স্ত্রী আরজিনা বেগমকে (১৯)। সঙ্গে ছিল তাদের ৬ মাস বয়সী সন্তান মোসলেন। মা-বাবার সঙ্গে তাই তাকেও আনা হয়েছে থানায়। জসিম ও আরজিনাকে থানার আলাদা আলাদা কক্ষে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। আর একজন নারী পুলিশ সদস্য মোসলেনকে দেখাশোনা করছেন।
পুলিশ বলছে, যেহেতু শিশুটি খুব ছোট। সে কারণে তাকে আপাতত তার মায়ের কাছাকাছি রাখা হতে পারে।
থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকের পর থেকে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তারা মুখ খুলছে না। শিশু মোসলেন সম্পর্কে তিনি বলেন, আপাতত আমাদের এক নারী সহকর্মী তাকে দেখছেন। তার ব্যাপারে পরবর্তীতে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।