সীতাকুণ্ডে চালক খুন: শ্রমিক ধর্মঘটে বন্ধ কনটেইনার পরিবহন

কনটেইনার মুভার

সীতাকুণ্ড : কন্টেইনার মুভার চালক খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন বিক্ষোভ মিছিল করেছে প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চালক-শ্রমিকরা।
সাংসদ দিদারুল আলমের গ্যারেজে চালক খুনের প্রতিবাদে প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ হয়ে গেছে কনটেইনার পরিবহন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে চট্টগ্রাম প্রাইম মুভার ও ট্রেইলার শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট শুরু হয়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের পাঁচদিন কেটে গেলেও মূল আসামিকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। “তাই গ্যারেজের ফোরম্যান মাসুমকে গ্রেপ্তার না করা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।” আবু বক্কর সিদ্দিকী জানান, সারাদেশে প্রায় ১১ হাজার প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চলাচল করে, যার মধ্যে সাড়ে ছয় হাজারই চট্টগ্রামে। “ধর্মঘটে চট্টগ্রাম থেকে কোন প্রাইম মুভার-ট্রেইলার কনটেইনার নিয়ে বাইরে যাচ্ছে না এবং বাইরে থেকেও কোনো কনটেইনার চট্টগ্রামে আসছেনা,” বলেন এই শ্রমিক নেতা।

বুধবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার টোল রোডে শুকতার রেস্টুরেন্টের বিপরীতে সাংসদ দিদারের মালিকানাধীন গ্যারেজ মেসার্স দিদারুল আলম ব্রাদার্সে গুলি করা হয় প্রাইম মুভার চালক শাহজাহান সাজুকে।

এ ঘটনায় দিদারের মালিকানাধীন গ্যারেজের ফোরম্যান মাসুমকে আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন নিহতের স্ত্রী শাহিদা আক্তার। হত্যাকাণ্ডের পরদিন থেকে সাংসদের মালিকানাধীন তিন শতাধিক প্রাইম মুভার ট্রাক ও ট্রেইলার চালানো বন্ধ রাখেন সেখানকার চালকরা।

শেয়ার করুন