
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় ভাড়াটিয়া হয়ে জমি দখলের চেষ্টা ও কেয়ারটেকারকে মারধরের অভিযোগে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন সীতাকুণ্ডের মান্দারিটোলার মো. জামিলের ছেলে গিয়াস উদ্দিন (৩০), পাহাড়তলী থানার অলংকার মীর মঞ্জিলের মো. জলিলের স্ত্রী মোসাম্মৎ মরিয়ম বেগম ও ঝোলাপাড়ার রফিকুল ইসলামের স্ত্রী শাহিনুর আকতার। শুক্রবার (১৭ মার্চ) তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিবহন বিভাগে সহকারী পরিবহন পরিদর্শক এএম ইকবাল ফারুক নিজামী (৫২) অভিযোগ করেছেন আসামিরা তার ভাড়াবাসায় অনধিকার প্রবেশ করে কেয়ারটেকারকে মারধর করে কয়েকটি ঘরে জোরপূর্বক তালা লাগিয়ে দখল করেছেন। তার অভিযোগের ভিত্তিতে এর সত্যতা পাওয়া যায। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট ধারায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।