[caption id="attachment_46567" align="aligncenter" width="576"]
লামায় ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান[/caption]
বান্দরবান : লামা বাজারে আইন লঙ্ঘন করে ঔষধ বিক্রি, বিক্রির জন্য নয় এমন ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে মেসার্স যমুনা ফার্মেসিকে ৭ হাজার, মেসার্স আশশেফা ফার্মেসিকে ৭ হাজার, শান্তি নিকেতন ফার্মেসিকে ১০ হাজার ও মেসার্স আদর্শ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কয়েকটি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। পরে জব্দকৃত ঔষধ উপজেলা চত্বরে ধ্বংস করা হয়।
আরো পড়ুন : রেলের কৃষিজমি ইজারা নিয়ে কারখানা স্থাপন করছে কেএসআরএম
আরো পড়ুন : রাঙ্গুনিয়ায় পাহাড়ের ঢালে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফার্মেসি গুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা এতে নেতৃত্ব দেন। আদালতকে সহযোগিতা করেন লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিউর রহমান মজুমদার।
অভিযানে লামা থানা পুলিশের একটি টিম, লামা হাসপাতালের ডাক্তার ও স্থানীয় সাংবাদিকরা প্রয়োজনীয় সহযোগিতা করেন। বাহির থেকে লামা বাজারে এসে রোগী দেখেন এমন কয়েকজন ডাক্তারকে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সকল ধরনের সার্টিফিকেট ও লাইসেন্স উপজেলা প্রশাসনকে দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঔষধ খেয়ে মানুষ বাঁচে। সে ঔষধে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। ভবিষ্যতে ড্রাগ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে অভিযান চালানো হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত