তাহেরীর বিরুদ্ধে মামলা খারিজ: উচ্চ আদালতে যাবেন আইনজীবী

সময়ের বিতর্কিত বক্তা ও দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল। আদালত এই মামলার আবেদন খারিজ করে দিয়েছেন।

আরো পড়ুন : রামুর গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু
আরো পড়ুন : মাদক মামলায় দুই আসামির ফাঁসির আদেশ

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন মামলা খারিজের আদেশ দেন। মামলার আবেদন খারিজ আদেশের প্রতিক্রিয়ায় আইনজীবী ইব্রাহিম খলিল জানান, নিম্ন আদালতের এই আদেশে আমি এখন উচ্চ আদালতে যাব। কারণ নিম্ন আদালত মামলাটি খারিজ করেছেন।
ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাত সৃষ্টির অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছিল।

শেয়ার করুন