পাহাড় কাটার অভিযোগ
ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা

ফিনলে প্রপার্টিজ লোগো

চট্টগ্রাম : নগরের কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে বহুতল আবাসিক ভবন তৈরির অভিযোগে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত শুনানিশেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

আরো পড়ুন : চুলের যত্ন নিন,সৌন্দর্য বাড়ান
আরো পড়ুন : ইয়াবাসহ ‘মানবাধিকার সংগঠনের সভাপতি’ আটক পটিয়ায়

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় ১৮ তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছে ফিনলে প্রপার্টিজ লিমিটেড। তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। শুনানিশেষে ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় পাহাড় কাটার অভিযোগ পেয়ে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদফতরের টিম। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বুধবার তাদের শুনানিতে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়।

শেয়ার করুন