চট্টগ্রামে কূটকৌশলে লিপ্ত তামাক কোম্পানি : ইপসা

তামাক কোম্পানির প্রচারণা বন্ধে স্মারকলিপি

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা হাতে স্মারকলিপি দিচ্ছেন ইয়াং পাওয়ার স্যোসাল একশন (ইপসা) নেতৃবৃন্দ।

তামাকমুক্ত চট্টগ্রাম শহর বির্নিমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার গৃহিত পদক্ষেপকে ব্যাহত করে ব্যবসা প্রসার করার লক্ষ্যে তামাক কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কূটকৌশল চালাচ্ছে অভিযোগ করে এসব কূটকৌশলকে প্রতিহত করতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বরাবর স্মারকলিপি দিয়েছে ইপসা।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নগরভবনে এই স্মারকলিপি প্রদান করা হয়।

আরো পড়ুন : সীতাকুণ্ড হতে পারে আরো একটি কক্সবাজার
আরো পড়ুন : ইয়াবাসহ ‘মানবাধিকার সংগঠনের সভাপতি’ আটক পটিয়ায়

বিভিন্ন তামাক কোম্পানি তাদের হীন স্বার্থ উদ্ধারে এবং তাদের ব্যবসা প্রসারে বিভিন্ন ধরনের কূটকৌশল পরিচালনা করছে অভিযোগ করে স্মারকলিপিতে বলা হয়, তামাক কোম্পানিগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তামাকমুক্ত চট্টগ্রাম শহর গড়ার মহতী উদ্যোগকে টার্গেট করে সহযোগিতার নামে বিভিন্ন কূটকৌশল গ্রহণ করছে। যা সম্পূর্ণরুপে আইন বহির্ভূত কার্যক্রম। তামাক কোম্পানি কর্তৃক আয়োজিত ‘সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি’ প্রমানের অপকৌশল ও অপচেষ্টাকে প্রতিহত করতে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।

শেয়ার করুন