পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী’র মুন টু সান অ্যালবামের প্রকাশনা উৎসব শুক্রবার

পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী’র মুন টু সান অ্যালবামের প্রকাশনা উৎসব শুক্রবার

চট্টগ্রাম : দেশের উচ্চাঙ্গ সংগীতচর্চার ক্ষেত্রে পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী একজন বরেণ্য ব্যক্তিত্ব। শিল্পী, শিক্ষক ও সংগঠক হিসেবে একান্ত সমর্পিত, নিবেদিতচিত্ত সুরের সাধক। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় রাগভিত্তিক খেয়ালের বন্দিশ নিয়ে পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তীর মুন টু সান শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে ক্ল্যাসিক্যাল মিউজিক স্টুডেন্টুস্ ফোরাম, চট্টগ্রাম। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

আরো পড়ুন : চট্টগ্রামে কূটকৌশলে লিপ্ত তামাক কোম্পানি : ইপসা

অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পন্ডিত সঞ্জীব দে, বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম, বিশিষ্ট আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দোপাধ্যায়, সাংবাদিক অজয় দাশগুপ্ত, মাসিক সরগম-এর সম্পাদক কাজী রওনাক হোসেন, দৈনিক প্রথম আলোর সংস্কৃতি ও বিনোদন বিভাগের বিভাগীয় প্রধান সাংবাদিক জাহিদ নূর।

শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করবেন পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী ও আহমেদ ব্রাদার্স। সংগীতানুষ্ঠানে তবলায়-সবুজ আহমেদ, বেহালায়-শান্ত আহমেদ ও বাঁশিতে-কামরুল আহমেদ অংশ নেবেন।

শেয়ার করুন