চট্টগ্রামের হালিশহরে ভুয়া ডাক্তার ওসমান গনী আটক

.

চট্টগ্রাম : পাহাড়তলী থানাধীন হালিশহর শাপলা আবাসিক গলির মুখে গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ জনতা ফার্মাসিতে অভিযান চালিয়ে সৈয়দ ওসমান গণি নামে এক ভূয়া ডিগ্রীধারী ডাক্তারকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ভিন্ন ভিন্ন ডিগ্রি উল্লেখ করা পৃথক ৩টি প্যাড উদ্ধার করা হয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে অভিযানে তাকে আটক করা হয়।

আটক ডাক্তার প্রায় দেড় বছর ধরে এই ফার্মাসিতে চেম্বার করছেন। তিনি একেক সময় একেক রকম ডিগ্রি উল্লেখিত প্যাডে রোগীদের প্রেসক্রিপশন দিতেন।

শুধু ডিগ্রি নয়, ভিন্ন ভিন্ন নামও ব্যবহার করেন তিনি। তার ৩টিপ্যাডে উল্লেখ করা ডিগ্রিগুলো হলো মেডিসিন বিশেষজ্ঞ, ডিপ্লোমা এবং এল এম এফ বিশেষজ্ঞ।

এবিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, আমরা সংবাদ পেয়েছি এখানে ভূয়া ডাক্তার চিকিৎসা দিচ্ছেন। তদন্তে এসে এর সত্যতা পেয়েছি। তার কাছ থেকে ৩টি ভুয়া ডিগ্রির প্যাড উদ্ধার করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিচ্ছি।’

শেয়ার করুন