ইয়াবাসহ চকরিয়ার বশর গ্রেফতার চট্টগ্রামে

ইয়াবাসহ চকরিয়ার বশর গ্রেফতার চট্টগ্রামে
ইয়াবাসহ আটক আবুল বশর(৫৩)

চট্টগ্রাম : নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেস এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৭ সপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক আবুল বশর(৫৩) কক্সবাজারের চকরিয়া থানার কাঁচারী পাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে। বর্তমানে নগরীর চকবাজারের রসুলবাগ আবাসিক এলাকার নিভৃত নিবাসের ৩য় তলার ভাড়া বাসায় থাকেন।

আরো পড়ুন : খাগড়াছড়িতে স্বাস্থ্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা
আরো পড়ুন : বিএনপি’র দূর্নীতি নিয়ে প্রশ্ন করার অধিকার নেই : তথ্যমন্ত্রী

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। কক্সবাজার থেকে ইয়াবা এনে নগরে বিক্রয় করে আসছিল তিনি। পরে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামরা রুজু করা হয়।

শেয়ার করুন