পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু টেকনাফে

কক্সবাজার : কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন। নিহত শিশুরা হলো- ওই এলাকার মোঃ আলমের মেয়ে আলিফা (৫) এবং রবিউল আলমের ছেলে মেহেদী হাসান (১০)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের টেকনাফের পুরাতন কল্যাণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে কটূক্তি, সাতক্ষীরার ডেপুটি জেলার বরখাস্ত
আরো পড়ুন : মোবাইল অ্যাপেই নাগরিক তথ্য সংগ্রহ

জানা যায়, পুরাতন কল্যাণপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় দুই শিশু মাটি চাপা পরে। ফায়ার সার্ভিস, রেড ক্রিসেট ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দা জাবেদ ইকবাল চৌধুরী জানান, কয়েকদিনের টানা বর্ষণের কারণে পাহাড় ধসে বসত ঘরের ওপর পড়লে শিশু দুটি ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরো জানান, কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পেও ভূমিধসে তিন বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন