
সদ্য টেস্ট মর্যদা পাওয়া অনভিজ্ঞ আফগানিস্তানের কাছে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারলো স্বাগতিক বাংলাদেশ ।তবে লজ্জার হারকে ভুলে গিয়ে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে মনোযোগী হতে চান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব বলেন, ‘আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই টি-টোয়েন্টি ফরম্যাটে আমাদের ভালোভাবে নজর দেওয়া জরুরি।’
১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট খেলতে অনেক আগেই এসেছে আফগানিস্তান। ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ঢাকায় অবস্থান করছে জিম্বাবুয়ে। ।
প্রাথমিক পর্বে সব দল পরস্পরের মুখোমুখি হবে দুইবার করে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
প্রথম দুই ম্যাচের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত মিশু।