চট্টগ্রামে হেফাজত নেতা মুফতি ইজহারের মাদ্রাসায় তল্লাশি

চট্টগ্রাম : লালখান বাজারে হেফাজত নেতা মুফতি ইজহারের একটি কওমি মাদ্রাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। শনিবার (১৮ মার্চ) বিকাল ৫টা থেকে ওই মাদ্রাসায় তল্লাশি শুরু হয়। তবে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশিতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আবদুল ওয়ারিশ জানান-‘চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে নগরীর লালখান বাজারের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে লালখান বাজার মাদ্রাসায় তল্লাসি অভিযান চালানো হয়।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) কাজী মুত্তাকী ইবনে মিনান জানান, তল্লাশি চলাকালে মাদ্রাসায় কিছু পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি।

তল্লাশিতে ১০০ পুলিশ অংশ নেয় বলে জানা গেছে। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী হেফাজতে ইসলামের নায়েবে আমির বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবরে এই মাদ্রাসায় বোমা বিস্ফোরণে তিন ছাত্র নিহত হয়। সেসময় মাদ্রাসা থেকে বিপুল পরিমাণ হাতবোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শেয়ার করুন