
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন লোহার পুল এলাকা থেকে মাদক, অস্ত্র ও গুলিসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি দু্ইনলা বন্দুক, ২টি কার্তুজ ও ১১৬০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হলেন মোঃ নাসির প্রকাশ ইয়াবা নাসির (৫২), মোঃ জাহিদ (২৪), মোঃ সাদ্দাম হোসেন প্রকাশ ছক্কু (২৬)।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : মিয়ানমারের রোহিঙ্গা গ্রাম গুঁড়িয়ে সরকারি স্থাপনা নির্মাণ
আরো পড়ুন : পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু টেকনাফে
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১১৬০ পিচ ইয়াবা, দোনলা বন্দুক ও কার্তুজ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামরা রুজু করা হয়েছে।