রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

রাঙ্গামাটি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে রাঙ্গামাটিতে ভিন্ন ভিন্নভাবে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে জেলা প্রশাসনের পাশাপাশি শহরে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ এবং রাঙ্গামাটি মেডিকেল কলেজ। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত শোভাযাত্রা প্রদক্ষিণ করে জেলা প্রশাসন।

শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সকাল ৮টায় জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ। পরে একই স্থানে আলোচনা সভা শেষে সদর হাসপাতালের সামনে হতে ক্যাম্পাস চত্তরে শোভাযাত্রা বের করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ। কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সিভিল সার্জন ডা. সহিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মংক্যচিং মারমা সাগর, গৌরব দেওয়ান, বিনোদ শেখর চাকমা, নিহার নন্দী প্রমুখ।

শেয়ার করুন