চট্টগ্রামে স্বাধীনতা দিবস কাবাডি প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন

চট্টগ্রাম : বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি (পুরুষ) প্রতিযোগিতা উদ্বোধন করা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহযোগিতায় শনিবার (১৮ মার্চ) বিকালে হালিশহর পুলিশ লাইন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ও সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন।

উদ্বোধনী দিনে বাঁশখালী, বোয়ালখালী, সন্দীপ, রাঙ্গুনীয়া, আনোয়ারা, ফটিকছড়ি, পটিয়া, চন্দনাইশ উপজেলা নিজ নিজ খেলায় জয় লাভ করে।

চট্টগ্রাম পুলিশ সুপার ও সিজেকেএস সহ-সভাপতি নুরে আলম মিনা পিপিএম এর সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস নির্বাহী সদস্য ও কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরী, কাউন্সিলর মো: মোরশেদ আলম, ফরহাদ মুনির, কাবাডি কমিটির যুগ্ম সম্পাদক শাহজালাল উদ্দীন, সদস্য মজিবুর রহমান, আব্দুল মাবুদ, গিয়াস উদ্দীন বাবর, পুলিশ লাইনের আর.আই আব্দুল ওহাব, ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলুসহ রেফারীবৃন্দ এবং অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় কর্মকর্তা ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন