চট্টগ্রাম: নগরের চাঁদগা থানা এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ জিয়াদ (২২) নামের এক যুবক খুন হয়েছে।
[caption id="attachment_47250" align="aligncenter" width="346"] প্রতীকী ছবি[/caption]
চাঁদগা থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম আজাদ জানান ,রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদগা থানার সানোয়ারা আবাসিক এলাকায় এ খুনের ঘটনাটি ঘটে
তিনি জানান, ডিস সংযোগ নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে নিহত জিয়াদের বড় ভাই জাহিদ হাসানের বিরোধ ছিল। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সানোয়ারা আবাসিক এলাকায় এ নিয়ে তাদের সঙ্গে জাহিদের কথা কাটাকাটি হয়। এ সময় জিয়াদ এসে উপস্থিত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে জিয়াদের তলপেটে ছুরিকাঘাত করেন রাসেল নামে এক যুবক। গুরুতর জখম অবস্থায় রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত